বাসার মধ্যে ম’দের বোতল দেখলেন, কোরআন, নামাজের ঘর দেখলেন না: পরীমনি

| আপডেট :  ২৫ জুন ২০২১, ০৪:২৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৫ জুন ২০২১, ০৪:২৬ পূর্বাহ্ণ

সময়ের সেরা আলোচিত জনপ্রিয় মুখ পরীমনি। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের খবরের শিরোনাম হলেন এই অভিনেত্রী।

নতুন খবর হচ্ছে, ধ”ণ ও হ’’ত্যাচে’ষ্টার মা’ম’লা করে হঠাৎ আলোচনায় আসা চিত্রনায়িকা পরীমনি তার ফেসবুক পেজে লিখেছেন, ‌‌‘টুপ কইরা কথায় কথায় চরিত্র হাতাইতে আসেন! বাসার মধ্যে ম’দের খালি বোতলের শোপিস দেইখা চরিত্র বুইঝা ফে’লেন কেমনে বলেন তো!? বাসায় যে জায়নামাজ, কোরআন, নামাজের ঘর আছে সেইটা কেন দেখতে পাইলেন না আপনে!

রাজধানীর একটি ক্লাবে ধ”ণ ও হ’’ত্যা’চেষ্টার মা’মলা করে হঠাৎ আলোচনায় আসা ঢাকাই ছবির নায়িকা পরীমনি তার ফেসবুক পেজে লিখেছেন ‘সরি’।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্মৃ’তি পরীমনি নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে সেটি তার ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করেন। সেখানে তিনি ‘সরি’ লিখে এ স্ট্যাটাস দেন।
তিনি কাউকে উদ্দেশ্য করে এ স্ট্যাটাস দিয়েছেন। তবে কার উদ্দেশ্যে দিয়েছেন তা স্পষ্ট করেননি।

ঢালিউড নায়িকার এ স্ট্যাটাস পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘স’মস্যা হইলো …
আমি মাইয়া লোক কিন্তু লুতুপুতু মাইয়া টাইপ আচরন করি নাই আপনার সাথে, ঘইটা গেল স’মস্যা!
চিকন সুরে ভাইয়া ভাইয়া করিনাই আপনারে, বিশাল স’মস্যা!
কাজের ফাঁকে আলগা রসের পিরিতের আলাপ করি নাই, ব্যাস এইতো স’মস্যা!
কাজে মত প্রকাশের অধিকার দেখাইছি, তাতেই স’মস্যা!

আপানার চোক্ষের সামনে আরো পাঁচ-দশ জনের মতো না হারাইয়া যাইয়া দিন দিন ক্যারিযার বানাইতেছি, নাম কামাইতেছি..এইখানে হইয়া গেল স’মস্যা!
আপনি পরিচালক হইয়া ৫ বছরে একটা সিনেমা বানান আর আমার এক বছরে পাঁচ সিনেমা রিলিজ হয়, আমার তো প্রচুর স’মস্যা!

আপনারে প্রযোজক বাগাইতে দিলামনা, ওরে স’মস্যা!
শুটিং সেটে উহ আহ করা দামরা ধইরা নগদে থা’পড়াই, চ’রম স’মস্যা!
কোনরকম চা’মচামি না নিয়া আপনার মুখের উপরে তিতা সত্য বইলা দেই, আমারই তো স’মস্যা!
তারপরতো বিড়ি খাওয়া, ম’দ খাওয়া, প্রেম করা, বিদেশে ইচ্ছা মত ঘুরতে যাওয়া, শুয়োরের বাচ্চা-বালছাল বইলা গা’লিটালি দেওয়া, পিরিয়ড নিয়া কথা বলা এইগুলাতো আছেই! পাইছেন কই এইগুলা? আমিই তো দিছি।

আপনাদের মন ভরে না কেন বলেন তো!?
আহারে একটু জিরান এইবার। ক্ষমা দেন। অন্যায়কে অন্যায় বলতে শিখেন! অ’পরাধীকে অ’পরাধী বলতে শিখেন। একটা ন্যায়ের জন্যে লড়াইয়ের সাথে থাকেন। না পারলে এইবার অন্তত নিজের ব্যাক্তিগত হিংসাত্মক আ’ক্রমণ কইরেন না প্লিজ।
এই লড়াই শুধু যে আমার একার না এইটা বোঝার সু-জ্ঞান উদয় হোক সবার।’