সমাজের অনেক নামীদামী লোকজন তার কাছ হতে সুবিধা নিয়েছে আবার দিয়েছেও

| আপডেট :  ২২ জুন ২০২১, ০২:৫৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ২২ জুন ২০২১, ০২:৫৮ অপরাহ্ণ

তার কা’ন্না ছিল একটা ছলনা, শাক দিয়ে মাছ ঢাকার মত। কা’ন্না করে নিজেকে ভদ্র ও নি’র্দোষ প্রমান করতে চায় আর সেটা কি করে সম্ভব? ঢাকা শহরের মত একটি জায়গায় এই একটি মাত্র মহিলা সবাইকে বোকা বানিয়ে নিজেকে নিরঅ’পরাধ বানাতে চায় আর সমাজের লোকজন ও তার কথায় যেন এত রকম তার অন্ধ ভক্তের মত কাজ করছে, সবার বুঝা দরকার যে মহিলার হাতে সিগারেট নিয়ে খুব মোড, ম’দ্যপা’ন, অসংখ্য লোকদের সাথে অ’বৈ’ধ মে’লামেশা অবাদে ঢাকার অভিজাত

হোটেলগু’লিতে রাতের যে কোন মু’হুর্তে যে কোন জায়গায় অবাদে যাতায়াত এইগু’লি কি এইদেশে চলে, আর এতদিন ই বা কি করে এই গু’লি চলছে, কেউ কি কারো চোখে এই গু’লি পড়ে নাই? মনে হচ্ছে সমাজের অনেক নামীদামী লোকজন তার কাছ হতে সুবিধা নিয়েছে আবার দিয়েছেনও। আর বহু লোক বহু পাওয়ার ফুল লোক তার পিছনে যোগান দিয়েছে না হলে এই মহিলা এত গু’লি ষ্টেজ পার হয়ে কি করে এত দিন সমাজের অ’নৈতিক কাজ করে আসছে? স’রকারের বিভিন্ন মহল

বিশেষ করে যারা নাকি ল এন্ড ফোর্স এজেন্সীর দায়িত্ব ছিলেন, আছেন এবং তারা তাদের মাঝে মোর ইন্টিলিজেন্ট লোক আছেন, তারা তো একজন লোকের সিমটম দেখলেই বুঝতে পারেন সেখেত্রে এই মহিলা এত সাধু তারাই বা কি করে ভাবতে পারলেন? অথচ সে সম্পূর্ন চ’রিত্রহীনা ম’দ্য’প, দেহ ব্যবসায়ী যাহা পর্যায়ক্রমে ল এন্ড ফোর্স এজেন্সীরা বের করবেন, যে দেশের স’রকার প্রধান,স’রকারের হাই কমান্ড, একদম সিরিয়াসলি ঘোষনা দিয়ে যাচ্ছেন বার বার এইদেশে স’ন্ত্রাস চাঁ’দাবাজ, জং’গীবাদ, দু’ষ্কৃতিবাজ, ম’দ্যপ, ম’দ, জোয়া, অ’নৈতিক কাজ, হবে না, হতে দেওয়া যাবে না

তার পর ও হচ্ছে হয়তো কম বেশী থাকতেই পারে কিন্তু এত আলোচিত একটি ম’হিলা চলচিত্রের ব্যানারে থেকে শত হাজার কোটি ইনকাম করে যাচ্ছে আর আমরা সমাজের বা স’রকারের বিভিন্ন মহল এইগু’লি কিছুই জানলাম না, বুঝলাম না, দেখিনাই শুনি নাই বুঝতে পারি নাই এই গু’লি বললে মানুষ বিশ্বাস করবে? আর অভিজাত এলাকাতে আরো যে জঘন্য কিছু হচ্ছেনা তা কি করে জনগন বুঝবে? আজ শুধু দেখা যাচ্ছে দীর্ঘ বছর যাবৎ একটা ক্লো যখন বের হয় ফ্লা’শ হয় তখন সকল

মহলের লোক হু’মরি খেয়ে পড়ে, আজ যত ঘটনা ঘটেছে সবাই তাদের নিজেদের ফাঁ’দে ধরা পড়েছেন কিন্তু অনেক ঘটনা জানা সত্যেও এই গু’লি আজ পর্যন্ত কেউ আগে হতে উৎঘাটন করার চেষ্টা করছেন বলে মনে হয়না,যেমন ধরেন ক্যা’সিনো কান্ড,এনু রুপম এর কান্ড বহু বছর যাবৎ হয়ে আসছে অথচ স’রকারের বহু লোক আছেন জেনে ও না জানার ভান করতেন, যখন প্রাইম মিনিষ্টার নিজে ইন্টার ফেয়ার করার চেষ্টা করছেন তখন আবার সবাই ধরার জন্য হুমরি খেয়ে পড়ছেন, কিন্তু প্রাইম মিনিষ্টার ছাড়া ও

তো স’রকারের বহু লোক জন আছেন যারা এই গু’লি দেখভাল করছেন, করেন,করার জন্য দায়িত্ব তাদের আছে, আর আগে হতে যদি স’রকার প্রধান ছাড়া বাকি স’রকারের উপর মহলের লোকজন যদি সিরিয়াসলি বিশেষ করে স্পর্স কাতর বি’ষয় গু’লি গুরুত্ব দেয়া হয় তা হলে স্বভাবতই সাধারন ভাবে উৎঘাটন হলে সমাজ, রাষ্ট্র, স’রকারের ইমেজ কোন কিছুই ন’ষ্ট হতো না সমাজ ও ক’লুষিত হতো না,বরং সমাজ কলুষ মুক্ত হতো হবে। বলতে চাই এই পরিমনির পিছনে অনেক শক্তিধর লোকজন জরিত তাই এই

ম’হিলা মনে করছিলো বহু লোক তার হয়ে কাজ করবে কিন্তু বি’পদে পড়লে কেউ সাথে থাকে না, কোন কিছুর ভাগীদার ও কেউ হতে চায়না, এই মহিলার ব্যাপারে আরো যদি বড় কিছু পর্যায়ক্রমে বের হয় তা হলে কেউ কি তার খা’রাপ দিক গু’লির ভাগীদার হবে ? হবে না বরং যার দায় তারই।

লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত তাই এর দ্বায় ভার সম্পূর্ন লেখকের।