রোনালদোর পর এবার কোকের বোতল সরিয়ে দিলেন লোকাতেল্লিও

| আপডেট :  ১৭ জুন ২০২১, ০১:১৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৭ জুন ২০২১, ০১:১৮ অপরাহ্ণ

সংবাদ সম্মেলনে উপস্থিত হন কোচ ফার্নান্দো সান্তোস ও তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু চেয়ারে বসার সঙ্গে সঙ্গে হঠাৎ মেজাজটা যেন বিগড়ে যায় রোনালদোর। সামনে থাকা দুটি কোকা-কোলার বোতল সরিয়ে নেন ভীষণ বিরক্তিভরা চেহারা নিয়ে। সামনে থাকা পানির বোতল নিয়ে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘পানি খান।’

নতুন খবর হচ্ছে, এবার ক্রিস্টিয়ানো রোনালদোর পথ অনুসরণ করলেন মানুয়েল লোকাতেল্লি। সুইজারল্যান্ডের বিপক্ষে ইতালির ৩-০ গোলের জয়ের পর সংবাদসম্মেলনে পানির বোতল রেখে কোকাকোলার বোতল সরিয়ে দিলেন এই মিডফিল্ডার।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘এ’র ম্যাচে বুধবার রোমের স্তাদিও অলিম্পিকোয় ৩-০ গোলে জিতেছে ইতালিয়ানরা। এবারের আসরে টানা দ্বিতীয় জয়ের দেখা পাওয়া আজ্জুরিরা শেষ ষোলোও নিশ্চিত করে ফেললো। আর এই ম্যাচে জোড়া গোল করে ম্যাচ সেরাও নির্বাচিত হন লোকাতেল্লি।

পরে সংবাদসম্মেলনে এসে ২৩ বছর বয়সী লোকাতেল্লি বসার আগেই একটি পানির বোতল রাখেন ও কোকের দুটি বোতল সরিয়ে দেন। ইউরোর এবারের আসরে অফিসিয়াল স্পন্সর কোকাকোলা।