পরীমনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা: ডিবি

| আপডেট :  ১৭ জুন ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৭ জুন ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ণ

সুনির্দিষ্ট অভিযোগ পেলে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার ডিএমপি মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, কমিউনিটি ক্লাবের ঘটনাটি তাদের গুলশান টিমের এলাকায়। তারা বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করবে এবং বিষয়টি নিয়ে যেকোনো ধরনের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

হাফিজ আক্তার বলেন, তারা জানতে পেরেছেন ৮ জুন রাতে পরীমনি ওই ক্লাবে গিয়েছেন। ৯৯৯-এর একটি ফোনে ওখানকার ঘটনাটি জানতে পারে পুলিশ। তবে পরবর্তীতে এটা নিয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বোট ক্লাবের ঘটনায় পরীমনিকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, একটি মামলা হয়েছে ঢাকা জেলাতে। যেহেতু মামলাগুলো চলমান, পরীমনি অবশ্যই প্রয়োজনে সব বিষয়ে জিজ্ঞাসাবাদের আওতায় আসবে। জিজ্ঞাসাবাদ করে তদন্ত শেষে বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে।

প্রসঙ্গত, সম্প্রতি পরীমনির বিরুদ্ধে একটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে।