ত্ব-হাকে খুঁজে পেতে আইনি সহায়তা দেবেন ব্যারিস্টার সুমন

| আপডেট :  ১৭ জুন ২০২১, ১১:০৪ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৭ জুন ২০২১, ১১:০৪ পূর্বাহ্ণ

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে খুঁজে বের করতে ‘হেবিয়াস কর্পাস’ রিটের মাধ্যমে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। ফেসবুক লাইভে এসে গতকাল বুধবার (১৬ জুন) এমন ঘোষণা দেন তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের। সরকারের কাছে দাবি, তাকে খুঁজে বের করুন। এমনও হতে পারে সে নিজেও গুম হয়ে থাকতে পারে। অথবা কোনো বাহিনীর কাছে সে থাকতে পারে। যেখানেই থাকুক সরকারের উচিত ন্যায়বিচারের স্বার্থে আবু ত্ব-হাকে খুঁজে বের করা। আমি বলতে চাই আমাদের দেশের হাইকোর্টে ব্যবস্থা আছে। ত্ব-হা’র পরিবার চাইলে তাকে খুঁজে বের করতে হাইকোর্টে হেবিয়াস কর্পাস (ব্যক্তিকে হাজির করতে) রিট মামলা করতে চাই।

তিনি আরও বলেন, আবু ত্ব-হার পরিবার চাইলে এ বিষয়ে আমি আইনি সহায়তা দেব। তারা যদি আসেন আমি হাইকোর্টে এই রিট মামলা করতে চাই। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যদি আবু ত্ব-হা থাকেন তাহলে হাইকোর্টের আদেশে অবশ্যই তাকে সামনে আনতে বাধ্য হবেন।

সুমন আরও বলেন, পরিশেষে আমি বলতে চাই আবু ত্ব-হাসহ ৪ জন নিখোঁজ আছেন। এখানে হারানো বিষয় না। বিষয় হচ্ছে, মানুষের মনে যদি এটা আসে এখানে গুম হয়ে গেলে আর বের হয় না মানুষ, তাহলে এটা ন্যায় বিচারের পরিপন্থি হবে।

এর আগে, ডিএমডি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে বলেন, ত্ব-হা’র সঙ্গে আরো তিনজন নিখোঁজের খবর তিনি শুনেছেন। এ বিষয়ে রংপুরে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশও রংপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে এ বিষয়টি নিয়ে কাজ করছে।

প্রসঙ্গত, রংপুর থেকে ঢাকা ফেরার পথে গাবতলী এলাকা থেকে গত বৃহস্পতিবার (১০ জুন) ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী ও মা রংপুর ও ঢাকায় এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ করেন।