পরীমনিকে নাসিরের কাছে তুলে দিয়েছিলেন অমি, সিসিটিভির ফুটেজে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

| আপডেট :  ১৬ জুন ২০২১, ০৭:১৩ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৬ জুন ২০২১, ০৭:০১ পূর্বাহ্ণ

চিত্রনায়িকা পরীমনিকে ধ”ণ ও হ’’ত্যাচেষ্টার ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ঘটনার দিন রাতের বোট ক্লাবের সিসিটিভির একটি ফুটেজ গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, অমি যাকে আ’সামি করেছেন পরীমনি তার সঙ্গে বোট ক্লাবে গিয়েছিলেন।

পুলিশ বলছে, পরীমনিকে নাসিরের কাছে তুলে দিয়েছিলেন অমি। পানীয়র সঙ্গে নে’শাদ্রব্য খাইয়ে তাকে ধ”ণচেষ্টা হয় সেখানে। বোট ক্লাবের সিসিটিভির ফুটেজে ঘটনার প্রমাণও মিলেছে। পুলিশের কাছে দো’ষ স্বীকার করেছেন অমি ও নাসির।

সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে, ৯ জুন রাত ১২ টা ২২ মিনিটে ঢাকা বোট ক্লাবের সামনে একটি কালো গাড়ি দাঁড়ায়। নামতে দেখা যায় পরীমনি, জিমি ও অমিকে। কিছুক্ষণ পর গাড়ি থেকে বের হন বনিও। ক্লাবের রিসিপশনেও অমির সঙ্গে পরীমনিসহ অন্যদের ঢুকেতে দেখা যায়। সেখানে আগে থেকেই ছিলেন নাসির ইউ আহমেদ।

দেড় ঘণ্টা পর পরীমনীকে অ’চেতন অবস্থায় কোলে করে দৌড়ে বের হতে দেখা যায় জিমি ও একজন নিরাপত্তা প্রহরীকে। পেছন আসেন অমিও। ক্লাবে অমির কালো গাড়িতে গেলেও পরীমনি ফিরেছেন সাদা রঙের একটি গাড়িতে। এ সময় অমি সাহায্য তো করেনইনি উল্টো শাসিয়েছেন সবাইকে।

সেখান থেকে রাত তিনটা ৫২ মিনিটে বনানী থানায় আসেন পরীমনি। ডিউটি অফিসারের রুমেও তাকে অ’সুস্থ দেখা যায়। কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে যান। পুলিশ গাড়িতে করে এভারকেয়ার হাসপাতালে পাঠিয়ে দেয় পরীমনিকে।

ক্লাবের ভেতরে সিসিটিভি ক্যামেরা না থাকলেও ১৫ সেকেণ্ডের ফুটেজে ভা’ঙচুর ও পরীমনিকে অ’শ্লীল ভাষায় গালাগাল করতে শোনা যায় নাসিরকে। পরীমনির দাবি, জো’র করে তাকে ম’দ পান করানো হয়েছিল।
পরীমনির অ’ভিযোগের প্রেক্ষিতে নাসির ও অমিকে গ্রে’ফতারের পর রি’মান্ডে নিয়েছে ডি’বি।

ডিএমপির গো’য়েন্দা উত্তর বিভাগের যুগ্ম কমিশনার হারুন অর রশীদ জানান, পরীমনিকে পরিকল্পিতভাবেই সেখানে ঢাকা বোট ক্লাবে নিয়ে গিয়েছিলেন অমি। জি’জ্ঞাসাবাদে পরিমনীকে নি’র্যাতনের কথা শি’কার করেছেন নাসির।

গো’য়েন্দারা বলছে, নাসির-অমির নারী ও মা’দক কারবারে জ’ড়িত টঙ্গীর নাজিম ও তুহিন। এ দুজনকেও গ্রে’ফতারের চেষ্টা চলছে।

সোমবার পরীমনির সাভার থানায় করা মা’মলায় নাসির উদ্দিন ও অমিসহ ৫ জনকে গ্রে’ফতার করে গো’য়েন্দা পুলিশ। এ ছাড়া উত্তরার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রে’ফতারের সময় মা’দক উ’দ্ধার করা হয়। মা’দক উ’দ্ধারের ঘটনায় দা’য়ের করা মা’মলায় অমি ও নাসিরকে মঙ্গলবার ৭ দিনের রি’মান্ডে পায় পুলিশ। এ ছাড়া তাদের সঙ্গে থাকা তিন নারীকে তিন দিন করে রি’মান্ড মঞ্জুর করেন আ’দালত।