পরিমনির ঘটনায় ‘ঘাপলা’ দেখছেন প্রধানমন্ত্রীর সাবেক উপ প্রেস সচিব

| আপডেট :  ১৪ জুন ২০২১, ০৭:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৪ জুন ২০২১, ০৭:২৭ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমা’র জনপ্রিয় অ’ভিনেত্রী পরীমণিকে ধ’;র্ষ’;ণ ও হ’ত্যাচেষ্টার অ’ভিযোগ আনা হয়েছে। রোববার (১৩ জুন) রাত ৮টার দিকে নিজের ফেসবুক পেজে এ অ’ভিযোগ আনলেও সেখানে কারও নাম প্রকাশ করেননি তিনি। তবে রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসায় সাংবাদিকদের কাছে ‘নি’র্যা’তনকারীদের’ নাম-পরিচয় প্রকাশ করেন পরীমণি। সেখানে তুলে ধরেন সেদিনের পুরো কাহিনী। তবে ব্যাপারটিকে স্বাভাবিক মনে হয়নি প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের কাছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি বলেছেন, পুরো ব্যাপারটিতে কোনো ‘ঘাপলা’ আছে।

আজ সোমবার (১৪ জুন) সকালে নিজের ভ্যারিফাইড ফেসবুক একাউন্ট থেকে পরিমনিকে নিয়ে একটি পোস্ট দেন আশরাফুল আলম খোকন। সেখানে তিনি নানা ব্যাপার নিয়ে প্রশ্ন তুলেন। সাথে বিষয়টি নিয়ে সঠিক বিচারও ও দাবি করেন প্রধানমন্ত্রীর এই সাবেক সচিব।

নিজের দেয়া স্ট্যাটাসে খোকন লেখেন, ‘শুধু পরীমনি কেন, যেকোনো না’রী যদি অ’নৈ’তিকতার শিকার হয় অবশ্যই এর সুষ্ঠু বিচার চাই। কিন্তু ঘটনা প্রবাহ দেখে মনে হচ্ছে এখানে কোথাও কারো মধ্যে কোনো ঘাপলা আছে। গড্ডলিকা প্রবাহে গা না ভাসিয়ে, কারো চরিত্র হনন না করে আসল ঘটনা খুঁজে বের করা দরকার। ঘাপলাটা কোথায় এবং করলো কে।’

তিনি আরও বলেন, ‘নাসির উদ্দিন মাহমুদের কিংবা পরিমনির চরিত্রের সার্টিফিকেট দেয়া নেয়া আমা’র কাজ না। আম’রা যদি এই দুইজনের আশেপাশের সহকর্মীদের কাছে ওদের অ’তীত রেকর্ড স’ম্প’র্কে একটু খোঁজ খবর নেই তাহলে তাদের চারিত্রিক গুণাবলী স’ম্প’র্কে অনেক ধারণা পাওয়া যাবে। কে কোন মহলের বাসিন্দা। কার অ’তীত ইতিহাস কি বলে। আমজনতা না পারলেও সাংবাদিকদের জন্য খোঁজ খবর নেয়া খুব সহ’জ কাজ। একটি গোষ্ঠী নাসির উদ্দিন মাহমুদের বন্ধু হিসাবে পৃথিবীতে একজনকেই পেলেন, তিনি হলেন পু’লিশের আইজিপি বেনজির আহমেদ।

আরে ভাই, কারো সাথে ছবি থাকতেই পারে, বন্ধু হতেই পারে, আরও অনেকেরই ছবি থাকবে – এর মানে কি বেনজির সাহেব ওনাকে বলে দিয়েছেন নায়িকার সাথে খা’রা’প ব্যবহার করার জন্য ? নাসির মাহমুদ প্রায় ত্রিশ বছর সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের ঘনিষ্ঠ ছিলেন। এই লোকের সাথে দেশের অনেক বিখ্যাত মানুষেরই দেখলাম ছবি আছে। তাহলে কি সবাই দায়ী।’

শেষে তিনি বলেন, ‘পত্রিকার সংবাদ দেখে দুইটা বিষয় আমা’র কাছে এখনো খট’কা লাগছে। প্রথমত: যেখানে যাচ্ছিলেন, বন্ধুর সেই অ’সুস্থ মা’কে দেখতে না গিয়ে আরেকজনের কথায় পরিমনি কেন মধ্যরাতে আশুলিয়াতে বোট ক্লাবে গেলেন ? যদিও যাওয়া কোন অ’প’রা’ধ না। আর নাসির মাহমুদ এতবড় অ’ভিযোগের পরও কেন এখনো চুপচাপ আছেন।

কেন তিনি কথা বলছেন না ? আর এই সুযোগে হুজুগে জাতি বেনজির আহমেদের চরিত্র হনন করেই যাচ্ছে। তবে, পরিমনি অনেক ভাগ্যবতী, দেশের আইজিপির সাথে সরাসরি ফোনে কথা বলার সুযোগ ওনার রয়েছে।’