এবারও এসএসসি-এইচএসসিতে অটো পাসের ইঙ্গিত?

| আপডেট :  ১৪ জুন ২০২১, ০৬:৪৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৪ জুন ২০২১, ০৬:৪০ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় ১৪ মাস যাবৎ বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। ইতোমধ্যে শিক্ষার্থীদের করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে ২০২০ সালের এইচএসসি এবং জেএসসি পরীক্ষার্থীদের দেয়া হয়েছে অটোপাশ। আর এবার চলতি বছরেও অটোপাশের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘পরীক্ষা দিতে হবে কি না তা পরের কথা, আগে সুস্থ থাকতে হবে। এক বছর পরীক্ষা দিতে না পারলে জীবনে কোনো বিরাট ক্ষতি হয়ে যাবে না। আমরা চাই আমাদের সন্তানরা সুস্থ থাকুক।’

রোববার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন কথা জানান। মন্ত্রী বলেন, ‘আমরা চিন্তা করেছিলাম স্কুল-কলেজ খুলে দিতে পারলে এসএসসির জন্য ৬০ দিন এবং এইচএসসির জন্য ৮০ দিন ক্লাস নিয়ে সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে পরীক্ষা নিতে পারব। এখন যদি সেটি না হয় আমরা তার বিকল্প নিয়ে চিন্তা করছি।’

এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের যেসব পড়া ও অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে তারা যেন সেটি বাসায় বসে শেষ করেন। বাড়িতে বসে স্বাভাবিকভাবে যতটুকু সম্ভব তা যেন করে যায়। এমন কোনো ব্যবস্থা নেওয়া হবে না যাতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।