মাঠে স্টাম্প ভেঙে ফেসবুকে ক্ষমা চাইলেন সাকিব

| আপডেট :  ১১ জুন ২০২১, ১২:২৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ১১ জুন ২০২১, ১২:২২ অপরাহ্ণ

আবারও বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান ও আবাহনীর মধ্যকার আজকের ম্যাচে আম্পায়ার তার এলবিডব্লিউ’র আবেদন মেনে আউট না দেয়ায় লাথি মেরে স্ট্যাম্প উড়িয়ে দিয়েছেন তিনি।

টি-২০ ম্যাচটির দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে সাকিব আল হাসান বল করার সময় এ ঘটনা ঘটে। এসময় ক্রিজে ব্যাটসম্যান হিসেবে ছিলেন আবাহনীর মুশফিকুর রহিম। স্টাম্প উপড়ে ফেলার পর সাকিবকে আম্পায়ার ইমরান পারভেজের দিকে তেড়ে যেতে ও বিতণ্ডায় জড়াতেও দেখা গেছে।

এদিকে, মাঠে এ ঘটনার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ক্ষমা চেয়েছেন সাকিব। ফেসবুক পেজে একটি পোস্টে ক্ষমা প্রার্থনা করে সাকিব লিখেছেন আজকের মাঠে ঘটে যাওয়া ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। তার মত অভিজ্ঞ খেলোয়ারের কাছ থেকে এধরনের আচরণ অপ্রত্যাশিত। কিন্তু অনেকসময়ই অনাকাঙ্ক্ষিতভাবে মানুষ এধরণের ভুল করে থাকে।

সাকিব তার পোস্টে প্রত্যাশা করেছেন সকলে তার ভুলের বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। একইসাথে তিনি ভবিষ্যতে এধরনের ভুল না করারও প্রতিশ্রুতি দিয়েছেন।