রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জেরে মাদ্রাসা থেকে বহিষ্কার দুই হেফাজত নেতা

| আপডেট :  ১০ জুন ২০২১, ০৭:১০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১০ জুন ২০২১, ০৭:১০ পূর্বাহ্ণ

রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত হওয়া, বিভিন্ন বিতর্কিত মন্তব্য দেয়া এবং একাধিক মামলায় এজহারভুক্ত আসামি হওয়ায় হেফাজতে ইসলামের নেতা মনির হোসাইন কাসেমী ও মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ মাহমুদকে মাদ্রাসা থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

তারা উভয়েই রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় কর্মরত ছিলেন। জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকার শিক্ষাসচিব মুফতি মকবুল হোসাইন বুধবার (৯ জুন) রাতে কাসেমী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে নলা হয়, প্রতিষ্ঠানটির মজলিসে শুরার বৈঠকে সোমবার (০৭ জুন) এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাদ আসর মাদানী সোসাইটি বাংলাদেশের পরিচালনা কমিটির সভাপতি বদিউর রহমানের সভাপতিত্বে মাদরাসা কার্যালয়ে শুরা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

এই সিদ্ধান্ত প্রসঙ্গে মজলিসে শুরার রেজ্যুলেশনে উল্লেখ করা হয় যে, তারা উভয়েই সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, হেফাজতে ইসলাম ইস্যুতে বিতর্কিত হয়ে যাওয়া এবং বিভিন্ন মামলায় এজহারভুক্ত আসামি হয়ে কারাবন্দি থাকায় মজলিসে শুরা কর্তৃক সর্বসম্মতিক্রমে তাদের মাদ্রাসা থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়।