সি’রিয়ায় ফের বিমান হা’ম’লা চা’লিয়ে ১১সে’ নাকে মে’ রে ফেললো ই’সরাইল

| আপডেট :  ৯ জুন ২০২১, ১১:১৫ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৯ জুন ২০২১, ১১:১৫ পূর্বাহ্ণ

সিরিয়ায় আবার বিমান হা’ম’লা চা’লিয়েছে ই’সরাইল। মঙ্গলবারের এ হা’ম’লায় সি’রিয়ার কমপক্ষে ১১জন সৈ’ন্য মা”রা গেছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

ব্রিটেনভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আরো জানায়, মঙ্গলবার ই’সরাইলের বিমান থেকে হোমস, হামা, লাতাকিয়া প্রদেশ এবং রাজধানী দামেস্কে বেশ কিছু হা’ম’লা চা’লানো হয়। হোমস নগরীর কাছের গ্রাম খিরবেতের কাছেই হে’জবুল্লাহর একটি অ’স্ত্রের গুদাম রয়েছে। সেখানে ই’সরাইলের চালানো বিমান হা’ম’লায় ১১ জন প্রা’ণ হা’রায়।

সি’রিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কমপক্ষে সাতজন সে’নাস’দস্য এবং ন্যাশনাল ডিফেন্স ফোর্সের চারজন মি’লিশিয়া মা”রা গেছেন।’ ই’সরাইল ও হা’মাসের মধ্যে টানা ১১ দিনের যু’দ্ধের পর এই প্রথম সি’রিয়ায় বিমান হা’ম’লা চালালো ই’সরাইল।

২১ মে মিশরের মধ্যস্থতায় যু’দ্ধবি’রতি মেনে নেয় হা’মাস ও ই’সরাইল। ২০১১ সালে সি’রিয়ায় যু”দ্ধ শুরু হয়। এরপর থেকে সি’রিয়ার ও’পর অনেক বার বি’মান হা’ম’লা চা’লিয়েছে ই’সরাইল। সূত্র: এএফপি।