হেফাজতের আরও ৪৬ নেতার ব্যাংক হিসাব তলব

| আপডেট :  ৯ জুন ২০২১, ০৪:১১ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৯ জুন ২০২১, ০৪:১১ পূর্বাহ্ণ

নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে দেশজুড়ে সহিংসতা চালিয়েছিলো হেফাজত ইসলাম। এর জেরে গত কয়েকমাসে আটক করা হয়েছে দলটির প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীকে। ইতোমধ্যে তাদের অনেকের ব্যাংক হিসাব যাচাই করে দেখা হয়েছে।

আর এবার সংগঠনটির আরও ৪৬ জন নেতার ব্যাংক হিসাবের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কী উদ্দেশ্যে কোথা থেকে টাকা এসেছে এবং কোথায় খরচ হয়েছে, তা খতিয়ে দেখতেই তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে।

জানা গেছে, নতুন যে ৪৬ জনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে তাদের অধিকাংশই হেফাজতের বিগত কেন্দ্রীয় কমিটিতে ছিলেন।
এর আগে, সন্ত্রাসে অর্থায়ন ও অর্থ পাচার প্রতিরোধে কাজ করা বিএফআইইউ গত এপ্রিলে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনটির শীর্ষ পর্যায়ের ৫৪ নেতার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছিল।

৪৬ জনের মধ্যে রয়েছেন- হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, সাবেক প্রচার সম্পাদক গাজী ইয়াকুব উসমানী (কসবা), সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হারুন ইজহার, সাবেক সহকারী আন্তর্জাতিক সম্পাদক মাওলানা শোয়াইব আহমেদ, সাবেক সহকারী প্রচার সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিনসহ ঢাকা মহানগরের বেশ কয়েকজন নেতা।