ভারতে গরুর মাংস বিক্রি করলে বা খেলে ৭ বছরের জে’ল

| আপডেট :  ৭ জুন ২০২১, ০৩:০১ অপরাহ্ণ | প্রকাশিত :  ৭ জুন ২০২১, ০৩:০১ অপরাহ্ণ

মু’সলমানের র’ক্তে ভাসছে পুরো পৃথিবী। মু’সলমানের মৃ’তদেহ নিয়ে উল্লাস করছে বিধর্মীরা। শি’শু থেকে আবাল বৃ’দ্ধ বণিতা সবাই নি’র্মম নি’র্যাতনের শি’কার। নারীদের আর্ত চি’ৎকারে কেঁপে ওঠছে আকাশ-বাতাস।

নতুন খবর হচ্ছে, ভারতে হিন্দুত্ববা’দীদের জয় জয়কার। ক্ষমতাসীন বিজেপি দলের প্রত্যক্ষ ম’দদে যা খুশি তাই করে যাচ্ছে উ’গ্রবা’দী হিন্দুরা। এবার শান্তিপূর্ণ লাক্ষাদ্বীপও তাদের হাত থেকে রক্ষা পায়নি। মু’সলিম সংখ্যাগরিষ্ঠ এই দ্বীপটিতে নিজেদের পুরো নিয়ন্ত্রণ আরোপ করতে চাইছে মোদি স’রকার। সঙ্গে হিন্দুত্ববাদের ঝাণ্ডাও গাড়তে চাইছে তারা। খবর দ্য প্রিন্টের।

সম্প্রতি দ্বীপটিতে নতুন একজন প্রশাসক নিয়োগ নিয়েছে কেন্দ্রীয় স’রকার। ক্ষমতায় বসেই বেশ কিছু আইন এনেছেন। এগুলো হচ্ছে গোহ’’ত্যা নি’ষিদ্ধ, সমাজ বি’রোধী কর্মকাণ্ড এবং ভূমি সংক্রান্ত আইন। নতুন এই আইনে গরুর মাংস বিক্রি করলে বা খেলে অন্তত ৭ বছরের জে’ল হতে পারে।