শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও ফি মওকুফের দাবিতে বিক্ষোভ

| আপডেট :  ৬ জুন ২০২১, ০৮:৫০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৬ জুন ২০২১, ০৮:৫০ পূর্বাহ্ণ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, শিক্ষা ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও করোনাকালীন শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ করার দাবিতে বিক্ষোভ করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। রোববার (৬ জুন) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তিন দফা দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

তারা বলেন, বারবার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সময় নতুন বাজেটে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওপর কর বৃদ্ধির সমালোচনাও করেন তারা।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ করে শিক্ষাকে পণ্যে রূপান্তর করছে সরকার। অবিলম্বে এই কর আরোপের সিদ্ধান্ত বাতিল না করলে কঠোর আন্দোলন করা হবে।