কনে সাজাতে দেরি হওয়ায় বর-কনেপক্ষের সং’ঘ’র্ষে আ’হত ১২ (ভিডিও)

| আপডেট :  ৫ জুন ২০২১, ০৬:৩২ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৫ জুন ২০২১, ০৬:২৫ পূর্বাহ্ণ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে কনে সাজাতে দেরি হওয়ায় বর ও কনেপক্ষের মধ্যে সং’ঘর্ষের ঘটনা ঘটে। এসময় আ’হত হয়েছেন ১২ জন। শুক্রবার (৪ জুন) বিকেলে উপজে’লার বড়বাইশদিয়া ইউনিয়নর মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুই সপ্তাহ আগে মধুখালী গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে সাহেবের সঙ্গে পার্শ্ববর্তী মডুবী ইউনিয়নের মাঝের দওর গ্রামের মোরশেদ হাওলাদারের মেয়ের বিয়ে হয়। গত বুধবার (২ জুন) বরপক্ষ এসে বউকে শ্বশুরবাড়িতে নিয়ে যায়। দুইদিন পর শুক্রবার কনেপক্ষের লোকজন বরের বাড়িতে কনেকে আনতে যান।

বিকেলে খাবার শেষে কনেকে সাজাতে দেরি করা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কা’টাকাটি হয়। একপর্যায় তারা লা’ঠিসো’টা নিয়ে সং’ঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভ’য়পক্ষের ১০-১২ জন আ’হত হন। পরে বর ও কনেকে নিয়ে বাড়ি ফিরে যায় কনেপক্ষ।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এ বি’ষয় কোনো অভিযাগ তারা পাননি।