আহত হামাস কর্মীকে হাসপাতালে দেখতে গিয়ে কেটে ফেলা পায়ের স্থানে চুমু খেলেন হানিয়া

| আপডেট :  ৩ জুন ২০২১, ০৪:২১ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৩ জুন ২০২১, ০৪:১২ পূর্বাহ্ণ

দ’খলদার ইসরাইলের হা’মলায় গাজায় আ’হত হামাস কর্মীকে হাসপাতালে দেখতে গিয়ে কে’টে ফেলা পায়ের ক্ষ’তস্থানে এভাবেই চুমু খেলেন দলীয় প্রধান ”ইসমাইল হানিয়া”। নেতা কেমন হতে হয় বিশ্ববাসীকে শিখালেন হামাস প্রধান। আল্লাহ যে আমাদের বিজয়ের জন্যে প্রস্তুত করছেন, এ কথা শুনলে ভ্রু কুঁচকায় অনেকেই। যারা দ্বীনের জন্যে

জীবন বাজি লাগাতে চায়, নৈরাশ্যবা’দীরা তাদের পেছন থেকে টেনে ধরে রাখে। এরা আসলে মন-মগজে পাশ্চাত্যের গোলাম হয়ে গেছে। নতুন খবর হচ্ছে,ফিলিস্তিনের গাজা উপত্যকায় ই’সরায়েলের বিমান হা’মলার বি’রুদ্ধে হাজার হাজার রকেট হা’মলা চা’লিয়ে নাস্তানাবুদ করে ছাড়ে। আর এ জন্যই শেষ পর্যন্ত ই’সরায়েল যু’দ্ধবিরতিতে যেতে বা’ধ্য হয়। তাই হামাসও এই রকেট শক্তিকে বৃ’দ্ধি করতে নিয়েছে শক্তিশালী পরিকল্পনা। প্রতিরোধ যু’দ্ধের নতুন কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। ভবি’ষ্যতে আরও প্রবল আ’ক্রমণের মাধ্যমে ই’সরায়েলকে কাবু করার জন্য তারা হাজার হাজার রকেট তৈরি করছে। আরও পড়ুন ঃ ইসরাইলের বি’রুদ্ধে নি’ষেধাজ্ঞার দাবিতে বৃষ্টি উপেক্ষা করে ওয়াশিংটনে বি’ক্ষো’ভ

ইসরাইলের বি’রুদ্ধে অর্থনৈতিক নি’ষেধাজ্ঞা আরোপের দাবিতে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশাল বি’ক্ষো’ভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টি উপেক্ষা করে রোববার হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে এই বি’ক্ষো’ভ-সমাবেশে যোগ দেন। আমেরিকার বিভিন্ন অঙ্গ রাজ্য থেকে এ সমস্ত মানুষ ওয়াশিংটনে এসে সমবেত হন। বি’ক্ষো’ভকারীরা ফিলিস্তিনিদের ও’পর হ/ত্যা/যজ্ঞ বন্ধ করতে ইহুদিবা’দী স’রকারের প্রতি আহ্বান জানান এবং তেল আবিব যে বর্ণবা’দী নীতি অনুসরণ করছে তার নি’ন্দা করেন। পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দ’খলদারিত্বেরও অবসান দাবি করেন তারা।

এছাড়া, বর্ণবা’দী ইসরাইল স’রকারকে যে অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে মা’র্কিন স’রকার তাও বাতিল করার কথা বলেন। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল যে যু/দ্ধাপরাধ করে যাচ্ছে তা ত’দন্তে আন্তর্জাতিক অ’পরাধ আ’দালতের যেসব আইনজীবী কাজ করছেন তাদেরকে হ’য়রানি বন্ধ ও নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেয়ার দাবি জানান সমাবেশে যোগদানকারীরা। গতকালের সমাবেশ থেকে একথা পরিষ্কার হয়েছে যে, বাইডেন প্রশাসন ইসরাইলের লাগাম টেনে ধরতে আগ্রহী না হলেও সমাবেশে যোগ দেয়া লোকজন ইহুদিবা’দী ইসরাইলের আ/গ্রাসন থেকে ফিলিস্তিনকে রক্ষা করতে প্রস্তুত, সব রকমের সাহায্য সহযোগিতা নিয়ে তারা তাদের ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।