চলতি মাসেই হতে পারে একাধিক শক্তিশালী ঘূর্ণিঝড়

| আপডেট :  ৩ জুন ২০২১, ০৩:২০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৩ জুন ২০২১, ০৩:২০ পূর্বাহ্ণ

কার্বন নিঃসরণ হার নিয়ন্ত্রণ না করায় বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণতা। ফলে ক্রমশই বিরূপ আচরণ শুরু করেছে পরিবেশ। বৃদ্ধি পেয়েছে প্রাকৃতিক দূর্যোগ্রের সংখ্যা। সৃষ্টি হচ্ছে বিভিন্ন শক্তিশালী ঘূর্ণিঝড়।

আর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি মাসেই বঙ্গোপসাগরে একাধিক গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে। সেইসঙ্গে আশঙ্কাও রয়েছে শক্তিশালী কালবৈশাখী ঝড় হওয়ারও।

গত এক মাসের আবহাওয়ার পর্যালোচনা এবং আগামী এক মাসের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবাহওয়া অধিদপ্তরে গতকাল বুধবার (২ জুন) অনুষ্ঠিত বৈঠকে এসব তথ্য উঠে এসেছে।

এছড়া, আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে কালবৈশাখী ঝড় ছাড়াও অতিভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। সেইসাথে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যেতে পারে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে।

এছাড়া, সভায় জানানো হয়, মে মাসে স্বাভাবিক অপেক্ষা ২৬ দশমিক ৬ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শুরুতে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, প্রতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাত পরিমাপ একেক বিভাগে একেক রকম হয়। জুনে ঢাকা বিভাগে ৩৫৬ মিলি., ময়মনসিংহে ৪৩২ মিলি., চট্টগ্রামে ৫৮৯ মিলি., সিলেটে ৬৩৪ মিলি, রংপুরে ৩৮৯ মিলি, খুলনাতে ২৯৬ মিলি, বরিশালে ৪৮৩ মিলি মিটার স্বাভাবিক বৃষ্টিপাত হিসেবে ধরা হয়েছে।