লেবাননের সঙ্গে যু’দ্ধে জ’ড়ালে পরিস্থিতি ১০ গুণ ভ’য়াবহ হবে: ই’সরাইলের যু’দ্ধম’ন্ত্রী

| আপডেট :  ১ জুন ২০২১, ১২:২৬ অপরাহ্ণ | প্রকাশিত :  ১ জুন ২০২১, ১২:২২ অপরাহ্ণ

ইহুদিবা’দী ইসরাইলের যু’দ্ধমন্ত্রী বেনি গান্তজ বলেছেন, লেবাননের সঙ্গে কোনো যু’দ্ধ শুরু হলে তা গাজার চেয়ে অন্তত ১০ গুণ ভ’য়াবহ হবে। গাজা যু’দ্ধের সময়ের চেয়েও অনেক বেশি বি’পজ্জনক পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

তিনি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। বেনি গান্তজ আরও বলেছেন, আন্তর্জাতিক সমাজকে এটা বুঝতে হবে যে, আমাদের যদি ক্ষে’পণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম না থাকত তাহলে মুহুর্মুহু ক্ষে’পণাস্ত্র হা’মলায় শত শত ইসরাইলি নি’হত হত।

তিনি বলেন, ইসরাইল ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে, কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এ কারণে ইসরাইলকে বাইরের শক্তির বি’রুদ্ধে দৃঢ় থাকার পাশাপাশি ভেতরটাকে টিকিয়ে রাখার চেষ্টাও করতে হবে।

দ’খলদার ইসরাইল বর্তমানে গভীর রাজনৈতিক সং’কটের মধ্যে রয়েছে। স’রকার গঠন নিয়ে ব্যাপক উ’ত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

গত দুই বছরে চারটি সং’সদ নির্বাচন হওয়ার পরও সং’কটের সমাধান হয়নি। এ অবস্থায় গাজা যু’দ্ধ ইসরাইলিদের মধ্যে বিভক্তি আরও বাড়িয়ে তুলেছে।# পার্সটুডে