জীবন বাঁচানোর বাজেট চায় বিএনপি

| আপডেট :  ২৮ মে ২০২১, ০৭:৩৮ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৮ মে ২০২১, ০৭:৩৮ পূর্বাহ্ণ

প্রায় এক বছরেরও অধিক সময় ধরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর‍্যস্ত সমগ্র প্রিথিবী।এর ব্যাতিক্রম নয় বাংলাদেশও। আর এমন পরিস্থিতিতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও এর ক্ষতি থেকে উত্ত্রণের জন্য জীবন রক্ষার বাজেটের দাবি জানিয়েছে বিএনপি।

গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (২৮ মে)  আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির বাজেট ভাবনা তুলে ধরে এ প্রত্যাশা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনা করে এবারের বাজেট হওয়া উচিত জীবন বাঁচানোর বাজেট। কারণ করোনাভাইরাস নিয়ন্ত্রণ না করলে কোনো বাজেটই কাজে আসবে না।

এসময় বাজেটের সমালোচনা করে তিনি বলেন, করোনাকালে এতো বড় আকারের বাজেট তামাশা ছাড়া কিছু নয়। তাছাড়া হরিলুটকে বৈধতা দিতেই এবারের বাজেটে কালো টাকা সাদা করার ব্যবস্থা রাখা হয়েছে। করোনাকালে কারা এতো কালো টাকার মালিক হলো, জনগণ তা জানতে চায়।