হেফাজতের শীর্ষ নেতাদের সম্পদের সন্ধানে নেমেছে দুদক

| আপডেট :  ২৮ মে ২০২১, ০৩:২০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৮ মে ২০২১, ০৩:২০ পূর্বাহ্ণ

নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের প্রতিবাদে দেশজুড়ে হেফাজত ইসলাম কর্তৃক সংগঠিত সহিংসতার জেরে গ্রেফতার করা হয়েছে প্রায় অর্ধ শতাধিক হেফাজতে ইসলামের শীর্ষ নেতাকে। আর এবার হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সম্পদের সন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে রাজধানীর সেগুনবাগিচায় বৃহস্পতিবার (২৭) দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিষয়টি নিশ্চিত করে সচিব . মু আনোয়ার হোসেন হাওলাদার বলেন, হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সম্পদ সন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে

এসময় তিনি আরো বলেন, ব্যাংকসহ সরকারের বিভিন্ন দপ্তরে হেফাজতে ইসলামের শীর্ষ অর্ধশত নেতার সম্পদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। এসব দপ্তর থেকে তথ্য এলেই শুরু হবে পরবর্তী কার্যক্রম বিষয়টির তদারকি কর্মকর্তা হিসেবে রয়েছেন দুদকের মহাপরিচালক সাঈদ মাহবুব খাঁন

জানা গেছে, সম্পদের তথ্য চাওয়া হেফাজত নেতাদের মধ্যে রয়েছেন সংগঠনের আহ্বায়ক কমিটির প্রধান জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদের মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জুনাইদ আল হাবিব, মামুনুল হক, নাসির উদ্দিন মনির, জালাল উদ্দিন, অর্থ সম্পাদক মনির হোসাইন কাসেমীসহ আরও অনেকে

প্রসংগত, সম্প্রতি দুদকে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের অবৈধ সম্পদের বিষয়ে অভিযোগ আসে। অভিযোগে বলা হয়সংগঠনের তহবিল, বিভিন্ন মাদরাসা, এতিমখানা ইসলামী প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা এবং ধর্মীয় কাজের জন্য আসা বিদেশি সহায়তা আত্মসাৎ করেছেন তারা পরবর্তীতে সংগঠনটির অর্ধশত নেতার বিরুদ্ধে সম্পদ অনুসন্ধানে সদস্যের কমিটি গঠন করে দুদক। দুদকের পরিচালক আকতার হোসেন আজাদের নেতৃত্বে ওই কমিটির সদস্যরা হলেনউপপরিচালক জাহাঙ্গীর আলম, নূরুল হুদা, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইদুজ্জামান এবং উপসহকারী পরিচালক শহীদুর রহমান