মসজিদের সিঁড়ির র’ক্ত থেকে যেভাবে ধরা পড়েন প’রকীয়া প্রেমিক সেই ইমাম

| আপডেট :  ২৭ মে ২০২১, ১২:৫৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৭ মে ২০২১, ১১:৪৯ পূর্বাহ্ণ

রাজধানীর দক্ষিণখান জামে মসজিদের পাশেই পোশাকশ্র’মিক আজহারুলের ইসলামের ভাড়া বাসা। মসজিদটির ইমাম আবদুর রহমান আজহারুল ও তাঁর ছেলেকে তাঁদের বাসায় গিয়ে আরবি পড়াতেন। গত ফেব্রুয়ারিতে রহমানের সঙ্গে আজহারুলের স্ত্রী আসমা

বেগমের সম্পর্ক গড়ে ওঠে। স’ন্দেহ হলে রহমানকে বাসায় আসতে নিষেধ করেন আজহারুল। এ নিয়ে স্ত্রীর সঙ্গে আজহারুলের দাম্পত্য ক’লহ শুরু হয়। এরপর আজহারুলকে স’রিয়ে দিতে ঈদুল ফিতরের সাত দিন আগে রহমানের সঙ্গে আসমা হ’’ত্যা পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে আজহারুল ও ছেলেকে নিয়ে আসমা টাঙ্গাইলে গ্রামের বাড়িতে ঈদ করতে যান।

মা–ছেলে থেকে গেলেও ২০ মে আজহারুল ঢাকায় ফিরে কাজে যোগ দেন। সেখান থেকে ফিরলে ওই দিন এশার নামাজের পর রহমান মসজিদের দোতলায় তাঁর ঘরে আজহারুলকে ডেকে নেন। ক্লান্ত আজহারুল তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। এ সুযোগে রহমান ধা’রালো অ’স্ত্র দিয়ে আজহারুলকে গ’লা কে’টে হ’’ত্যা করেন। এরপর তাঁর দুই হাত, পা ও মাথা বিচ্ছিন্ন করে মসজিদের সেপটিক ট্যাংকের ভেতরে ফে’লে দেন। ট্যাংকের ঢাকনার ও’পর সিমেন্টের বস্তা দিয়ে ঢেকে রাখেন।

গতকাল মঙ্গলবার আসমা ও রহমান জি’জ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন বলে র‍্যা’ব জানায়।
র‍্যা’বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ বুধবার প্রথম আলোকে বলেন, গত সোমবার রাতে কয়েকজন মুসল্লি দক্ষিণখানের ওই মসজিদের দোতলায় ওঠার সিঁড়িতে র’ক্তের দাগ দেখতে পেয়ে র‍্যা’ব-১–কে জানান। পরে র‍্যা’ব সদস্যরা সেখানে গিয়ে মসজিদের পাশের বাড়ির বাসিন্দা

আজহারুলের নি’খোঁজ থাকার তথ্য জানতে পারেন। মসজিদ এলাকা থেকে তখন দুর্গন্ধও ছড়াচ্ছিল। এরপর রহমানকে আ’টক করা হয়। তিনি বলেন, ফেব্রুয়ারিতে আসমার সঙ্গে রহমানের সম্পর্কের বি’ষয়টি আজহারুল জানার পর তাদের দাম্পত্য ক’লহ শুরু হয়। রহমান একটি সিম কিনে দিয়ে আসমার সঙ্গে যোগাযোগ এবং বাসার বাইরে দেখা-সাক্ষাৎ করতে থাকেন।

র‍্যা’ব জানায়, রহমান জি’জ্ঞাসাবাদে এই হ’’ত্যাকাণ্ডের পরিকল্পনার কথা জানান। পরে রহমানকে সঙ্গে নিয়ে সেপটিক ট্যাংক থেকে আজহারুলের ছয় টুকরা লা’শ উ’দ্ধার করা হয়। পরে গতকাল আসমা বেগমকে আ’টক করে র‍্যা’ব। হ’’ত্যায় ব্যবহৃত তিনটি ছু’রিও উ’দ্ধার করে র‍্যা’ব। আ’টক দুজনকে আজ সকালে দক্ষিণখান থানায় সোপর্দ করা হয়। ওই ঘটনায় আজহারুলের ছোট

ভাই আবুল হাসান বা’দী হয়ে আসমা ও রহমানকে আ’সামি করে দক্ষিণখান থানায় হ’’ত্যা মা’মলা করেন। দক্ষিণখান থানার পরিদর্শক (ত’দন্ত) আজিজুল হক আজ প্রথম আলোকে বলেন, আসমা ও রহমানকে ১০ দিনের রি’মান্ডে চেয়ে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যা’জিস্ট্রেট (সিএমএম) আ’দালতে পাঠানো হয়। আ’দালত প্রত্যেকের পাঁচ দিন করে রি’মান্ড মঞ্জুর করেন।