প্রথমবারের মত অন্য রাষ্ট্রকে ঋণ দিচ্ছে বাংলাদেশ

| আপডেট :  ২৬ মে ২০২১, ০৬:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৬ মে ২০২১, ০৬:৩৪ পূর্বাহ্ণ

সল্পোন্নত দেশ হওয়ায় বাংলাদেশ সাধারণত অন্য রাষ্ট্রের কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে তবে প্রথমবারের মত অন্য রাষ্ট্রকে ঋণ দিতে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাংক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাহিদার তুলনায় বর্তমানে বেশ ঘাটতিতে রয়েছে শ্রীলঙ্কা। ঘাটতি মেটাতে দেশটি বাংলাদেশের কাছে বৈদেশিক মুদ্রা ধার চেয়েছে। এর পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কাকে ২০০ থেকে ২৫০ মিলিয়ন ডলার দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে এখন বিষয়টি সরকারের চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছে। অনুমতি পেলেই শ্রীলঙ্কাকে লাইবর রেটের সঙ্গে ২ শতাংশ যোগ করে সুদের হার ধরে তিন মাসের জন্য এই অর্থ দেয়া হবে।