দেশে প্রথমবারের মত ভংয়কর ব্লাক ফাঙ্গাস শনাক্ত

| আপডেট :  ১ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৫ মে ২০২১, ০৩:৪৯ পূর্বাহ্ণ

ভারতে করোনা ভাইরাসের পর নতুন আতঙ্ক ছড়িয়েছে ব্লাক ফাঙ্গাস৷ দেশটিতে করোনা আক্রান্ত রোগীদের একটা বড় অংশ এ রোগে আক্রান্ত হচ্ছে। আর এ রোগে আক্রান্তদের মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ হওয়ায় সতর্ক ছিলো বাংলাদেশও।

কিন্তু এরই মধ্যে বাংলাদেশে প্রথমবারের মত ব্লাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া দুইজনের শরীরে ভারতের বিরল এই ছত্রাকজনিত ‘ব্ল্যাক ফাঙ্গাস’ (কালো ছত্রাক) শনাক্ত হয়েছে। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চলতি মাসে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়।

বারডেম হাসপাতালের কর্মকর্তারা জানান, ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে গত ৮ মে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর ৬০ বছর বয়সী আরেক জনের শরীরেও গত ২৩ মে ছাত্রাকজনিত রোগটি শনাক্ত হয়। তারা দুজনেই করোনা আক্রান্ত ছিলেন। পরে করোনামুক্ত হন তারা।

এ বিষয়ে বারডেম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লাভলি বাড়ৈ বলেন, বারডেম হাসপাতালের ল্যাবরেটরিতে কোভিড-১৯ রোগীর শরীরে এবারই প্রথম ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হলো। তারা বর্তমানে আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছলন।

প্রসঙ্গত, ভারতে ছড়িয়ে পড়া ব্ল্যাক ফাঙ্গাস বাংলাদেশে যেন ছড়িয়ে পড়তে না পারে একারণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জেলা হাসপাতালগুলোতে সম্প্রতি সতর্কবার্তা পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।