চারদিনের রিমান্ডে হেফাজত নেতা কাসেমী

| আপডেট :  ২২ মে ২০২১, ০১:৩৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ২২ মে ২০২১, ০১:৩৭ অপরাহ্ণ

হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মনির হোসেন কাসেমীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার শনিবার (২২ মে) রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এরআগে গোয়েন্দা পুলিশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মনির হোসেন কাসেমীকে শুক্রবার (২১ মে) গ্রেপ্তার করে।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, কাসেমীকে গোয়েন্দা বিভাগের একটি দল ২১ মে সন্ধ্যায় রাজধানীর বারিধারা-বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি হেফাজত ইসলাম ছাড়াও এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম ও মুহতারিম জামিয়া মাদানিয়া মাদ্রাসার যুগ্ম-মহাসচিব।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে মতিঝিলে শাপলা চত্বরের সহিংসতা ছাড়াও এ বছরের নারায়ণগঞ্জের সহিংসতায় তিনি জড়িত বলে নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ।