আল আকসা স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চলবে: ইসমাঈল হানিয়া

| আপডেট :  ২১ মে ২০২১, ০৫:০৪ অপরাহ্ণ | প্রকাশিত :  ২১ মে ২০২১, ০৫:০৪ অপরাহ্ণ

টানা ১১ দিনের যু’দ্ধে প্রায় আড়াইশ প্রা’ণহা’নির পর মিশরের মধ্যস্থতায় বৃহস্পতিবার সং’ঘাত অবসানে রাজি হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনি দল হামাস। শুক্রবার ভোর থেকে কার্যকর হয় এই যু’দ্ধবিরতি।

নতুন খবর হচ্ছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক নেতা ইসমাঈল হানিয়া বলেছেন, পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ স্বাধীন না হওয়া পর্যন্ত ইসরাইলের বি’রুদ্ধে আমাদের লড়াই চলবেই।

তিনি বলেন, গাজা যু’দ্ধে ইসরাইলের পরাজয় ভবি’ষ্যতে বড় পরিণতির দিকে যাবে। জেরুজালেমই হলো লড়াইয়ের মূল কারণ। এ খবর জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম হারের্টৎজ।