আপনি র’ক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন-বাইডেনকে এরদোগানের হুঁ’শিয়ারি!

| আপডেট :  ১৯ মে ২০২১, ০৫:২১ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৯ মে ২০২১, ০৫:১৬ অপরাহ্ণ

ই’সরায়েলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রে’সিডেন্ট জো বাইডেনকে তীব্র ভাষায় আ’ক্রমণ করেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।বাইডেনের উদ্দেশে এরদোয়ান বলেছেন, ‘আপনি আপনার র’ক্তাক্ত হাত দিয়ে

ইতিহাস লিখছেন। এ কথা বলতে আপনি আমাদের বা’ধ্য করেছেন। কারণ, আমরা এ নিয়ে আর চুপ থাকতে পারি না। আজ আমরা দেখলাম, ই’সরায়েলের কাছে অ’স্ত্র বিক্রিতে সই করেছেন আপনি।’

তুরস্কের টেলিভিশনে প্রচারিত ভাষণে বাইডেন সম্পর্কে এরদোয়ান সরাসরি এসব মন্তব্য করেন।গাজায় ই’সরায়েলের সর্বাত্মক স’ন্ত্রাসী হা’মলার মধ্যেই দেশটিকে আরও অ’স্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে প্রায় ৭৩.৫ কোটি

ডলারের অ’স্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে প্রে’সিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এছাড়া গাজায় হা’মলার বি’ষয়ে ই’সরায়েলকে সমর্থন জানিয়ে বাইডেন বলেন, ‘ই’সরায়েলের নিজেকে সুরক্ষার অধিকার রয়েছে।’ সূত্র: এএফপি

‘এবার বাইডেন ই’সরায়েলের কাছে ভ’য়ঙ্কর অ’স্ত্র বিক্রিতে সই করেছেন’
ই’সরায়েল-ফিলিস্তিন সং’ঘাত ইস্যুতে ই’সরায়েলকে সমর্থন দেওয়ায় মা’র্কিন প্রে’সিডেন্ট জো বাইডেনকে তীব্র ভাষায় আ’ক্রমণ করেছেন রিসেপ এরদোয়ান। তুরস্কের প্রে’সিডেন্ট গত সোমবার (১৭ মে) বাইডেনের উদ্দেশে বলেন, ‘আপনি র’ক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন। আমরা দেখলাম, বাইডেন ই’সরায়েলের কাছে অ’স্ত্র বিক্রিতে সই করেছেন।’

এদিকে, মা’র্কিন পররাষ্ট্র ম’ন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস রয়টার্সের এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা তুরস্কের প্রে’সিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং অন্যান্য তুর্কি নেতাদের উসকানিমূলক কোনো মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ইহুদিবিদ্বেষী ভাষার স্থান কোথায় নেই।’

এছাড়াও ই’সরায়েলের বি’রুদ্ধে স’ন্ত্রাসবাদ চা’লানোর অ’ভিযোগ আনেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। জেরুজালেমে ফিলিস্তিনিরা ই’সরায়েলি নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুড়লে প্রত্যুত্তরে ই’সরায়েলি পুলিশ তাদের ও’পর রাবার বু’লেট ছোঁড়ায় ই’সরায়েলকে ‘স’ন্ত্রাসী রাষ্ট্র’ বলেছেন তিনি। এই মন্তব্যের তীব্র নি’ন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, তুরস্কের টেলিভিশনে প্রচারিত ভাষণে মা’র্কিন প্রে’সিডেন্ট সম্পর্কে সরাসরি এসব মন্তব্য করেন এরদোয়ান। বাইডেন গত জানুয়ারি মাসে মা’র্কিন প্রে’সিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তাকে সবচেয়ে কড়া ভাষায় আ’ক্রমণ করেন এরদোয়ান।