গাজায় ইসরায়েল ব্যর্থ, এখন যুদ্ধ বন্ধ করতে হবে: হারেৎজ

| আপডেট :  ১৯ মে ২০২১, ১২:৩৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৯ মে ২০২১, ১২:১৯ অপরাহ্ণ

গাঁজায় নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর টানা ১০ দিন ধরে সহিংসতা চালাচ্ছে ইসরায়েল। একের পর এক বিমান হামলায় এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে অর্ধ শতাধিক।শিশুসহ প্রায় ২২০ নাগরিক।

আর এমন পরিস্থিতিতে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি সহিংসতাকে সচেয়ে ব্যর্থ ও অর্থহীন বলে আখ্যায়িত করেছে দেশটির বামপন্থী দৈনিক পত্রিকা হারেৎজ। পত্রিকাটির প্রধান সম্পাদক আলুফ বেন এক বিশ্লেষণে বলেন, এই যুদ্ধ এখনই বন্ধ করতে হবে।

ইসরায়েলি সামরিক বাহিনীর প্রস্তুতি নিয়েও প্রশ্ন তোলেন এই সাংবাদিক। তিনি বলেনো, গাজা যুদ্ধে বিজয়ী হয়েছে বলে ইসরাইলি নেতারা যে প্রচারণা চালাচ্ছে তা ভিত্তিহীন। বরং তারা ইসরায়েলি সেনাবাহিনী ও কূটনীতির একটি মারাত্মক ব্যর্থতার সাক্ষ্য হচ্ছেন।

আলুফ বেন আরও বলেন, গাজায় ইহুদিবাদী সব পরিকল্পনাই ব্যর্থ হয়েছে। এই যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না। লেবাননের সঙ্গে দ্বিতীয় যুদ্ধ এবং গাজায় এর আগের যুদ্ধগুলোর চেয়ে এবারের যুদ্ধে পরাজয়ের স্বাদ বেশি তিক্ত।