পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত

| আপডেট :  ১৯ মে ২০২১, ১২:৩৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৯ মে ২০২১, ০৩:৪৫ পূর্বাহ্ণ

আল আকসা মসজিদের দখলকে কেন্দ্র করে শুরু হওয়া ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার সংঘর্ষের ১১ তম দিন পার হয়েছে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন যুদ্ধ বিরতির আহ্বান জানালেও নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

আর সর্বশেষ ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় মঙ্গলবার (১৮ মে) আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে পশ্চিম তীরে মোট ২৪ ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় মঙ্গলবার বুকে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান দুইজন। বাকি দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর মারা যান। এ বিষয়ে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, জেরুজালেম এবং পশ্চিম তীরে তারা ১৫০ আহত মানুষকে চিকিৎসা দিয়েছে। আহতদের মধ্যে ৩৫ জন গুলিবিদ্ধ এবং ৮০ জন কাঁদানে গ্যাসে আহত ছিল।

এদিকে, ১০ মে শুরু হওয়া ইসরায়েল- ফিলিস্তিন সহিংসতায় ফিলিস্তিনে এখম পর্চা নিহতের সংখ্যা বেড়ে ২১৭ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে শিশু রয়েছে ৬৩ জন।