ফিলিস্তিন দূতাবাসকে সাইবার সহায়তা দেবে সাইবার ৭১

| আপডেট :  ১৯ মে ২০২১, ১২:৩৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৮ মে ২০২১, ০৩:২৯ অপরাহ্ণ

জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে নিরীহ মুসলিমদের ওপর নবম দিনের মত হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এখন পর্যন্ত এ হামলায় মৃত্যুবরণ করেছে প্রায় দুই শতাধিক ফিলিস্তিনি। আহত হয়েছে সহস্রাধিক।

এমন পরিস্থিতে বিশ্বের বেশ কয়েকটি দেশ ফিলিস্তুনের পাশে দাঁড়িয়েছে। বিভিন্নভাবে ফিলিস্তিনকে সহযোগিতা করছে। আর এবার এই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের হ্যাকার সংগঠন সাইবার ৭১।

সংগঠনটি ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসকে বিনামূল্যে সাইবার নিরাপত্তা দেয়ার ঘোষণা দিয়েছে। সাইবার ৭১ এর পরিচালক আব্দুল্লাহ আল জাবের মঙ্গলবার (১৮ মে) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ আল জাবের জানান, তারা কিছু সমস্যা দেখেছেন ফিলিস্তিন বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে। পাশাপাশি তাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়েও বিভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি করছে একদল অসাধু চক্র। আর এসব বিষয়ে তারা সরাসরি দুতাবাসের ডেপুটি চিফয়ের সাথে যোগাযোগ করে দূতাবাসের সাইবার নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নেন।