সবচেয়ে ভয়ংকর দিন দেখলো গাজা, একদিনেই ৪২ মৃত্যু

| আপডেট :  ১৯ মে ২০২১, ১২:৩৪ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৭ মে ২০২১, ১০:৫৮ পূর্বাহ্ণ

টানা এক সপ্তাহ যাবৎ ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে এর মধ্যে রবিবার দিনটি গাঁজার অধিবাসীদের জন্য সবচেয়ে ভয়াবহ দিন ছিলো। এইদিনে ইসরায়েলের হামলায় ১০ শিশুসহ ৪২ ফিলিস্তিনি নাগরিক মৃত্যুবরণ করেছেন আর আহত হয়েছেন শতাধিক।

জানা গেছে, গাযার একটি ব্যস্ত সড়কে রোববার মধ্যরাতের পর পর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত তিনটি ভবন ধসে পরে এবং অনেকে নিহত হয়। হামলার পর ফিলিস্তিনিরা সতর্কতা অবলম্বন করার চেষ্টা করলেও জনবহুল এবং দরিদ্র গাযা উপত্যকার অনেক বাসিন্দার যাওয়ার মতো তেমন কোনো আশ্রয়স্থল ছিলো না।

এদিকে, ইসরায়েলের হামলার পর প্রায় সারা রাত ধরে এবং বিকেলে ইসরায়েলের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে রকেট ছোড়ে হামাস। তবে এক্ষেত্রে সাইরেন বাজার সাথে সাথে লাখ লাখ ইসরায়েলি নিরাপদ আশ্রয়ে গিয়ে আশ্রয় নেয়ায় তেমন কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

প্রসঙ্গত, গাজায় এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় অর্ধ শতাধিক শিশুসহ প্রায় ২০০ নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে।