ইসরায়েলি হামলায় হামাস কমান্ডারসহ নিহত ৫৩

| আপডেট :  ১৩ মে ২০২১, ০৭:৪৭ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১২ মে ২০২১, ০৩:১৮ অপরাহ্ণ

ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জন। সর্বশেষ হামলায় গুঁড়িয়ে গিয়েছে ১৩তলা গাজা টাওয়ার।

এছাড়া ইসরায়েল দাবি করেছে তাদের সর্বশেষ হামলায় হামাসের ব্রিগেড কমান্ডার বাসেম ইসাও সহ ১৫ হামাস সদস্য নিহত হয়েছেন। হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “এটি কেবল শুরু। আমরা তাদের এমনভাবে আঘাত করব, যা তারা স্বপ্নেও ভাবেনি।”

ইতোমধ্যে কমান্ডার, অন্যান্য নেতা ও যোদ্ধা হারানোর কথা স্বীকার করেছে হামাসও। এক বিবৃতিতে প্রতিরোধ আন্দোলনটি জানিয়েছে, হাজার হাজার নেতা ও সেনা তাদের পথ অনুসরণ করবে।

এদিকে হামলার জবাবে ইসরায়েলের তেল আবিব শহর লক্ষ্য করে অন্তত ১৩০টি রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলের চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন হামাসের সর্বশেষ হামলায় ছয়জন ইসরায়েলি নিহত হয়েছে। হামলার আশঙ্কায় আগে থেকেই অনেক মানুষ নিরাপদস্থলে সরে গিয়েছিল।

প্রসঙ্গত, রমজান মাসের শেষ শুক্রবার ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদে জড়ো হলে তাদের ওপর রাবার বুলেট নিক্ষেপ, টিয়ার শেল নিক্ষেপ করে ইসরায়েলি পুলিশ। গত কয়েকদিনের ফিলিস্তিনিদের ওপর সহিংসতাকে ২০১৭ সালের পর সবচেয়ে তীব্র বলা হচ্ছে।