করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

| আপডেট :  ১ সেপ্টেম্বর ২০২২, ০১:৩১ অপরাহ্ণ | প্রকাশিত :  ১২ মে ২০২১, ১০:৩১ পূর্বাহ্ণ

দেশে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৪০ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া একই সময়ে নতুনভাবে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ১৪০ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো সাত লাখ ৭৭ হাজার ৩৯৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১২ মে) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় মৃত্যুবরণকারী ৪০ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৩ জন নারী।

এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩২ জন এবং বেসরকারি হাসপাতালে ছিলেন ৫ জন। এছাড়া বাসায় মৃত্যুবরণ করেছেন ৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪৫ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের বয়স ষাটোর্ধ্ব। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের ৪ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন।