যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় নাগরিকের ব্যাগ থেকে ‘গোবর’ উদ্ধার

| আপডেট :  ১২ মে ২০২১, ০৭:১৭ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১২ মে ২০২১, ০৭:১৭ পূর্বাহ্ণ

বিমানে করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাওয়ার পর এক ভারতীয় যাত্রী তার ব্যাগ ভুল করে ফেলে চলে গিয়েছিলেন। পরে তার ব্যাগ থেকে সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীরা গরুর গোবর থেকে তৈরী ঘুঁটে উদ্ধার করে। ব্যাগের ভেতর উদ্ভট এই বস্তু দেখতে পেয়ে নিরাপত্তাকর্মীরা বিচলিত হয়ে যায়।

তাদের মতে, এর থেকে ভয়ানক রোগ ছড়াতে পারে। এ কারণে পাওয়া মাত্রই এগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, এয়ার ইন্ডিয়ার বিমান থেকে এক যাত্রী এই ব্যাগটি নিয়ে নেমেছিলেন। তিনি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এটি ফেলে যান। তারপরই সন্ধান মেলে গোবরের তৈরি ঘুঁটের।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন প্রান্তে জ্বালানি হিসেবে গোবরের ঘুঁটে ব্যবহৃত হয়। কোথাও কোথাও ত্বকের রোগ সারাতেও এটি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আমেরিকায় এ ভাবে ঘুঁটে নিয়ে যাওয়া বেআইনি।

মনে করা হয়, এর থেকে জটিল রোগ ছড়াতে পারে। সেই কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ এগুলি বাজেয়াপ্ত করে পুড়িয়ে দেয়।