করোনা রোগীকে প্রশান্তি দিতে পিপিই পড়েই নাচলেন নার্স

| আপডেট :  ৯ মে ২০২১, ০৮:৫৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৯ মে ২০২১, ০৮:৪৪ পূর্বাহ্ণ

বিশ্বজুড়েই চলছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। এই রোগে আক্রান্ত হলে শারীরিক বিভিন্ন জটিলতার পাশাপাশি রোগীরা হারিয়ে ফেলেন মানসিক শক্তিও। আর তাই রোগীদের মানসিক প্রশান্তি দিতে এবং হাসিখুশি রাখতে হাসপাতালেই নেচেছেন এক নার্স।

ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতার উডল্যান্ডস হাসপাতালের কোভিড ওয়ার্ডে। কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা রোগীদে মানসিক অবস্থা ঠিক রাখতেই নার্সরা নেচে গেয়ে তাদের বিনোদিত করার চেষ্টা করেন। আর নার্সদের এই নাচেরই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, সেখানকার অজিতকুমার পট্টনায়েক নামের একজন পুরুষ নার্স পিপিই, এপ্রোন পড়েই হিন্দি ‘নিমুরা নিমুরা’ গানের তালে তালে নাচেন। তার সঙ্গে যোগ দেন অন্য নার্সরাও। এসময় রোগীদের প্রত্যেকের মুখে হাসি ছিলো। কেউ কেউ আবার শয্যায় বসেই গোটা দৃশ্য ক্যামেরাবন্দিও করছেন।

প্রসঙ্গত, বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে ভারতে। দেশটিতে প্রতিদিনই শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হচ্ছে।