অবশেষে করোনামুক্ত হলেন খালেদা জিয়া

| আপডেট :  ৯ মে ২০২১, ০৮:২৭ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৯ মে ২০২১, ০৮:২৭ পূর্বাহ্ণ

প্রায় ২৭ দিন করোনা ভাইরাসের সাথে লড়াইয়ের পর অবশেষে করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন বেগম খালেদা জিয়া। তৃতীয় বারের টেস্টে তার ফলাফল নেগেটিভ এসেছে।

খালেদা জিয়ার করোনা মুক্তির বিষয়টি নিশ্চিত করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান,করোনামুক্ত হওয়ার পাশাপাশি খালেদা জিয়ার শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে। আজ রবিবার (৯ মে) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরও বলেন, খালেদা জিয়াকে এখনও সিসিইউতে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁর চিকিৎসা করছে। এছাড়া,গতকাল শনিবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি করোনা সংক্রমণ ধরা পড়ার পর গত ২৭ এপ্রিল খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

প্রায় ২৭ দিন করোনা ভাইরাসের সাথে লড়াইয়ের পর অবশেষে করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন বেগম খালেদা জিয়া। তৃতীয় বারের টেস্টে তার ফলাফল নেগেটিভ এসেছে।

খালেদা জিয়ার করোনা মুক্তির বিষয়টি নিশ্চিত করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান,করোনামুক্ত হওয়ার পাশাপাশি খালেদা জিয়ার শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে। আজ রবিবার (৯ মে) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরও বলেন, খালেদা জিয়াকে এখনও সিসিইউতে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁর চিকিৎসা করছে। এছাড়া,গতকাল শনিবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি করোনা সংক্রমণ ধরা পড়ার পর গত ২৭ এপ্রিল খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।