পৃথিবীর বুকে আছড়ে পড়লো চীনের নিয়ন্ত্রণ হারানো রকেট

| আপডেট :  ৯ মে ২০২১, ০৪:০১ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৯ মে ২০২১, ০৪:০১ পূর্বাহ্ণ

গত এক সপ্তাহ যাবৎ বিশ্বের গণমাধ্যমগুলোতে আলোচনায় রয়েছে চীনের নিয়ন্ত্রণ হারানো রকেট। রকেটটির গতিপথ পর্যবেক্ষণ করে কিছু সময় পরপরই এর সম্ভাব্য পতনস্থলের নাম পরিবর্তন হচ্ছিল। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চীনা মহাকাশ রকেট ‘লং মার্চ ফাইভ বি’-এর ধ্বংসাবশেষ মালদ্বীপের নিকটবর্তী ভারত মহাসাগরের কোন এক জায়গায় আছড়ে পড়েছে। ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক হাওয়ার্ড বলেছিলে, চীনা রকেটটি ৮ মে নাগাদ পৃথিবীর কক্ষপথে ফিরে আসতে পারে। বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর স্পেস কমান্ড নজরদারি করেছ। সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা গেছে যে 22-টন রকেটটি বেশ কয়েকদিন ধরে নিম্ন কক্ষপথে ঘুরে বেড়াচ্ছিল এবং এর বেশিরভাগ উপাদান বায়ুমন্ডলে পুড়ে যাওয়ায় ওমানের উপর আলোকস্রোত জ্বালিয়ে দিচ্ছিল।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য লং মার্চ ৫বি রকেটটি উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন।