ভারতে আবারও করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

| আপডেট :  ৮ মে ২০২১, ০৫:১৪ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৮ মে ২০২১, ০৫:১৪ পূর্বাহ্ণ

করোনার দ্বিতীয় ঢেউয়ে বর্তমানে ভয়াবহ অবস্থা বিরাজ করছে ভারতে। সম্পূর্ণ ভেঙে পড়েছে দেশটির চিকিৎসা ব্যবস্থা। অক্সিজেনের অভাবেও মৃত্যুবরণ করছেন অনেকে। আর এর মাঝেই শনাক্ত এবং মৃত্যুর নতুন রেকর্ড তৈরি করেছে দেশটি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে শনিবার (৮ মে) গত ২৪ ঘণ্টায় ৪ লাখ এক হাজার ৩২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা সমগ্র বিশ্বে সর্বোচ্চ। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৬১১ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৯৪ জনের। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জনের।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত ভারতে টানা ১০ দিনে গড়ে ৩ হাজারের বেশি করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। শনিবার এই পরিসংখ্যান ৪ হাজারের মাইলফলক ছাড়িয়ে যায়।