খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত রাতেই

| আপডেট :  ৭ মে ২০২১, ১২:৫৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ৭ মে ২০২১, ১২:৫৮ অপরাহ্ণ

করোনা পরবর্তী জটিলতায় বর্তমানে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমন পরিস্থিতিতে গত বুধবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দল তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এর প্রেক্ষিতে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সরকারের নিকট বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদনও করা হয়েছে।

আর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে সরকার অনুমতি প্রদান করবে কিনা এ বিষয়ে আজ রাতেই সিদ্ধান্ত জানা যাবে। জানা গেছে, সরকারের অনুমতি পেলেই সিঙ্গাপুর হয়ে লন্ডনে নেয়া হবে খালেদা জিয়াকে।

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় আবেদনের কপি হাতে পাওয়ার পর আইনমন্ত্রী জানিয়েছেন, খুব শিগগিরই এ বিষয়ে তিনি মতামত দিবেন এবল সরকার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করছে।

প্রসঙ্গত, বেগম জিয়াকে বিদেশ নিতে চেয়ে বুধবার (০৬ মে) রাত আটটায় আবেদন করে তার পরিবার। এরপর প্রায় ৪২ ঘণ্টা কেটে গেলেও সরকারের গ্রিন সিগন্যাল মেলেনি।