আবারও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা

| আপডেট :  ৫ মে ২০২১, ০৬:০০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৫ মে ২০২১, ০৬:০০ পূর্বাহ্ণ

বিপুল ব্যবধানে দলের জয়ের পর তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা ব্যানার্জী। রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছ থেকে আজ বুধবার (৫ মে) বেলা সোয়া ১১টার দিকে শপথ নেন তিনি।

তবে দল জিতলেও নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের সংবিধাব অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে কোনো একটা আসনে জয়ী হতে হবে মমতাকে। যদিও এর আগেও পরাজিত হওয়ার পরও মুখ্যমন্ত্রী হওয়ার নজির রয়েছে ভারতে।

এদিকে ভারতের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, করোনার প্রাদুর্ভাবের কারণে ছোট পরিসরে হয় শপথগ্রহণ অনুষ্ঠান। এ কারণে সীমিত সংখ্যক আমন্ত্রিত অতিথি ছিলেন শপথ অনুষ্ঠানে।

এর আগে সন্ধ্যায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে সোমবার (৩ মে) পদত্যাগপত্র জমা দিয়েছওলেন মমতা। ওইসময়ে তিনি রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক করেন মমতা ব্যানার্জী। এরপর তার কাছে পদত্যাগপত্র জমা দেন।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার দুর্দান্ত জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনে ২৯২ আসনের মধ্যে ২১৩টি আসনে জিতেছে তৃণমূল। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে।