৩০ কোটি টাকার গাড়ি দাপিয়ে বেড়ান বসুন্ধ’রার আনভির (ভি;ডিও)

| আপডেট :  ২ মে ২০২১, ০৯:০৮ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২ মে ২০২১, ০৯:০৩ পূর্বাহ্ণ

পৃথিবীতে রোলস রয়েস গাড়ি আভিজাত্যের প্রতীক হিসেবে গণ্য হয়। ব্রিটিশ ব্র্যান্ডের বিলাসবহুল ‘রোলস রয়েলস ঘোষ্ট’ মডেলের গাড়ি ব্যবহার করতেন বসুন্ধ’রা গ্রুপের এমডি সাইম সোবাহান আনভির।

ইউরোপ, আমেরিকা সহ এশিয়ার বিলিয়নিয়ররা কেবল এ গাড়ি ব্যবহার করেন। ঢাকা মেট্টো-ভ ১১-১১৯৭ নম্বরের প্লেটের গাড়ি নিয়ে দাপিয়ে বেড়ান তিনি। গাড়িটি তৈরির সময় সিটের কাভারেও তার নাম খুদাই করে লিখে নেন আনভির।

জানা গেছে, বাংলাদেশে এ গাড়ির বাজারমূল্য ৩০ কোটি টাকা যার মধ্যে ২২ কোটি টাকা হচ্ছে শুল্ক। তবে বিশ্বস্ত সূত্রমতে, ‘শুল্ক ফাঁ’কি’ দিতে সাইম সোবাহান আনভির মিথ্যা ঘোষণা দিয়ে এ গাড়ি বাংলাদেশে আনেন।

মোসারাত জাহান মুনিয়ার মৃ’ত্যুর ঘটনায় ত’দন্তে নামা আ’ইনশৃংঙ্খলা বা’হিনীর এক কর্মক’র্তা বসুন্ধ’রা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইম সোবাহান আনভিরের ব্যক্তিগত তথ্যের খোঁজ চলছে বলে জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে, তিনি গাড়ি আম’দানীতে অ’নিয়ম হওয়ার তথ্য যাচাই বাছাই করা হবে বলে জানান।