ক্ষুধার জ্বালায় ক্যাকটাস আর পঙ্গপাল খাচ্ছে মানুষ

| আপডেট :  ১ মে ২০২১, ০৩:০৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ১ মে ২০২১, ০৩:০৫ অপরাহ্ণ

ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়েছে দক্ষিণ-পূর্ব আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কার। মূলত টানা খরা আর ধুলিঝড়ে দেশটির ফসল নষ্ট হয়ে যাওয়ায় দেশটিতে এই ভয়াবহ খাদ্য সংকট তৈরি হয়েছে। আর এর ফলে দেশটির জনগণ খাদ্যের অভাবে পাতা ও পঙ্গপাল খেয়ে দিন কাটাচ্ছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তথ্য অনুযায়ী খাদ্য সংকটের কারণে দক্ষিণ আফ্রিকার এ দেশটিতে লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বিশেষ করে গ্রামগুলোতে ঘুরে ঘুরে শিশুদের পাশাপাশি কঙ্কালসার বাবা-মা ও গ্রামবাসীদের দেখে যে কেউ আঁতকে উঠবে। বিশ্বে বহুদিন যাবত এ ধরনের দৃশ্য দেখা যায়নি।

ডব্লিউএফপির সিনিয়র ডিরেক্টর আমির দাউদি শুক্রবার হুঁশিয়ার করেন, মাদাগাস্কারের শিশুরা ভয়ঙ্কর বিপদে আছে। বিশেষ করে ৫ বছরের নীচের শিশুরা উদ্বেগজনক পর্যায়ে অপুষ্টিতে ভুগছে। জেনেভাতে জাতিসংঘের এক ব্রিফিংয়ে মাদাগাস্কারের রাজধানী অ্যান্তাননারিভো থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে দাউদি জানান যে, তিনি এমনসব গ্রামে গিয়েছিলেন যেখানে লোকেরা পঙ্গপাল, কাঁচা লাল ক্যাকটাস ফল বা বুনো পাতা খেয়ে জীবন বাঁচাতে বাধ্য হচ্ছে।