বোরকা নিষিদ্ধ করল শ্রীলঙ্কা

| আপডেট :  ২৯ এপ্রিল ২০২১, ০৮:১২ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৯ এপ্রিল ২০২১, ০৮:১২ পূর্বাহ্ণ

রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে বোরকা, নিকাবসহ মুখমন্ডল ঢাকা থাকে জনসম্মুখে এধরনের সকল পোশাক পড়া নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা।

দেশটির মন্ত্রিসভার এক বৈঠকে মঙ্গলবার (২৭ এপ্রিল) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির মন্ত্রীসভার মুখপাত্র বুধবার (২৮ এপ্রিল) সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। এছাড়া দেশটির জনসুরক্ষা দফতরের মন্ত্রী শরৎ বীরাসেকারা বুধবার রাতে এক ফেসবুক পোস্টে লেখেন- ‘মুখমণ্ডল ঢাকা পড়ে যাবে, বোরখাসহ এ রকম সব আচ্ছাদন এবার নিষিদ্ধ করা হলো।’

প্রসঙ্গত, ২০১৯ সালে শ্রীলঙ্কায় বড়দিনের অনুষ্ঠানে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এর পরেই কিছুদিন বোরকা নিষিদ্ধ ছিল দেশটিতে। আর এবার সেটিকেই পার্লামেন্টে বিলের মাধ্যমে আইন রূপান্তর করা হলো।