হেফাজত নেতা মুফতি হবীবুল্লাহ কাশেমী গ্রেফতার

| আপডেট :  ২৮ এপ্রিল ২০২১, ০৪:৫১ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৮ এপ্রিল ২০২১, ০৪:৫১ অপরাহ্ণ

নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত ২৬ ও ২৭ মার্চে দেশজুড়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের কর্তৃক সংগঠিত সহিংসতার জেরে গত ২ সপ্তাহ যাবৎ সংগঠনটির শীর্ষ নেতাদের গ্রেফতার করা হচ্ছে। আর এবার গ্রেফতার করা হয়েছে হেফাজতে ইসলামের নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে (৪৩)।

রাজধানীর ভাটারা থানার ওয়াসা মোড় থেকে বুধবার (২৮ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ওয়ারী (ডিবি) জোনের ডিসি মো. আ. আহাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ডেমরা জোনাল টিমের লিডার মো. আজহারুল ইসলাম মুকুলের নেতৃত্বে একটি দল কাসেমীকে গ্রেফতার করেছে।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি দেশব্যাপী হেফাজত ইসলাম কর্তৃক তাণ্ডব জ্বালাও পোড়াও আন্দোলনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সহিংসতায় সশরীরে উপস্থিতিসহ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দানকারী হিসেবে একাধিক মামলা রয়েছে কাশেমীর বিরুদ্ধে