হাসপাতালে ডাক্তারকে চ’ড় মা’রলেন নার্স, ভিডিও ভাইরাল (ভিডিও)

| আপডেট :  ২৮ এপ্রিল ২০২১, ১২:২৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৮ এপ্রিল ২০২১, ১২:১৮ অপরাহ্ণ

ক’রোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। বিশেষ করে হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত আইসিইউ, এমনকি কোন বেডও খালি পাওয়া যাচ্ছে না। অক্সিজেনের অভাবে চোখের সামনেই ছ’টফট করতে করতে মা’রা যাচ্ছেন প্রিয়জন। এমন পরিস্থিতিতে যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশে চি’কিৎসককে চ’ড় মে’রে ভাইরাল হয়েছেন এক নার্স। সোমবার উত্তরপ্রদেশের রামপুর জে’লা হাসপাতালে এই ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

খবরে বলা হয়, এক চি’কিৎসাধীন রো’গীর মৃ’ত্যু হলে তার পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সার্টিফিকেট চায়। এই কাজের জন্য গেলে নার্সকে সবকিছু লিখিতভাবে জমা দিতে বলেন চি’কিৎসক।কিন্তু চিকিৎসক তাকে অনুরোধ করেন, মৃ’ত্যু সনদ নিতে হলে আগে লিখিতভাবে আবেদন করতে হবে। এ নিয়ে দু’জনের মধ্যে উ’ত্তপ্ত বাক্য বিনিময় হয়।

প্রথমে ত’র্কাত’র্কি শুরু হয়। এরপর নার্স বলে ওঠেন, ‘তোর কত ক্ষমতা?’ এরপরেই সজো’রে চ’ড়। চড় খেয়ে মাস্ক খুলে যায় চি’কিৎসকের। তিনি উ’ল্টো চ’ড় চালান। এ সময় এক পুলিশ সদস্য এবং হাসপাতালের আরও বেশ কিছু কর্মী পাশে দাঁড়িয়েছিলেন। পরে তারা মা’রামা’রি থামিয়ে দেন।

রামপুর পুলিশ বলেছে, তারা এখনও এ বি’ষয়ে কোনো অ’ভিযোগ পায়নি। অন্যদিকে জে’লা ম্যা’জিস্ট্রেট রবীন্দ্র কুমার ঘটনা ত’দন্তের নির্দেশ দিয়েছেন। এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, অত্যধিক কাজের চা’পে এমন ঘটনা ঘটেছে। হাসপাতালের চি’কিৎসক এবং অন্যান্য স্বা’স্থ্যকর্মী কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন।

এদিকে ভারতে ক’রোনায় আ’ক্রান্ত ও মৃ’তের সংখ্যা হু হু করে বাড়ছে। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে আ’ক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে।মঙ্গলবারের তুলনায় আ’ক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৩৭ হাজার। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যু হয়েছে তিন হাজার ২৯৩ জনের।

গত ২৪ ঘণ্টায় দেশে ক’রোনা পরীক্ষা হয়েছে ১৭ লাখের বেশি। সং’ক্র’মণ হারও ছাড়িয়েছে ২০ শতাংশ। অর্থাৎ দেশে ক’রোনা পরীক্ষা হওয়া ৫ জনের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যেই দেশটিজুড়ে চলছে টিকাদান কর্মসূচি।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ক’রোনার দ্বিতীয় ঢেউয়ে দিল্লিতে প্রতিদিন প্রায় সাড়ে তিনশ’ করে কোভিড রো’গী মা’রা যাচ্ছেন। এমন পরিস্থিতিতে ভা’রতীয় অন্যতম আধুনিক এ শহরের সব শ্মশানে উপচে পড়ছে মৃ’তদে’হে।

কোভিড আ’ক্রান্ত হওয়ায় অন্ত্যেষ্টিতে পাওয়া যাচ্ছে না পরিবারের লোকজন। অনেকে লা’শের খবরও নিচ্ছেন না। ফলে সৎকারের লোকেরও অভাব পড়েছে। ভিডিও দেখতে ক্লিক করুন