বাবুনগরী প্রেসিডেন্ট, মামুনুল প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন

| আপডেট :  ২৭ এপ্রিল ২০২১, ০২:৫৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৭ এপ্রিল ২০২১, ০২:৫৮ অপরাহ্ণ

রি’মান্ডে জি’জ্ঞাসাবাদে সদ্য বিলুপ্ত হেফাজতের যুগ্ম মহাস’চিব মামুনুল হক অনেক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। মামুনুল হক জানিয়েছিলেন, তাদের ইচ্ছে ছিল একটি ইসলামী বিপ্লব করা।

ইরানের মত ইসলামী বিপ্লব করে বাংলাদেশে ইসলামী রাজত্ব কায়েম করাই ছিল হেফাজতের প্রধান লক্ষ। আর এর পেছনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ছিল।

ইসলামী বিপ্লব হওয়ার পর যে স’রকার হতো সেই স’রকারের প্রে’সিডেন্ট হতেন জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক হতেন প্রধানমন্ত্রী। এরকমই তাদের মধ্যে আলোচনা হয়েছিল।তারা মনে করেছিল যে হেফাজতের মাধ্যমে সারাদেশে যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের মাধ্যমে স’রকার পতন করা যাবে এবং সহজেই একটি ইসলামী বিপ্লব তৈরি করা যাবে।

মামুনুল হক জি’জ্ঞাসাবাদে বলেছেন যে,ইরানে ঠিক যেভাবে ইসলামী বিপ্লব হয়েছে ঠিক একই কায়দায় বাংলাদেশে একটি বিপ্লব করার পরিকল্পনা ছিল। তবে মামুনুল হক দাবী করেছেন যে, তাদের কোন স’শস্ত্র কোন ক্যাডার নেই।