এক চড়েই পদ হারালেন শিক্ষক

| আপডেট :  ২৭ এপ্রিল ২০২১, ০১:৫৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৭ এপ্রিল ২০২১, ০১:৫৭ অপরাহ্ণ

ইসলামি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে চড় মারার অভিযোগে বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর আরিফুল ইসলামকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আরিফুে ইসলাম ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের গাছ থেকে আম পাড়ার কারণে চড় দিয়েছিলেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম মঙ্গলবার (২৭ এপ্রিল) তাকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

এ বিষয়ে ইসলামি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ ও প্রক্টরিয়াল বডির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে উপাচার্য ড. শেখ আবদুস সালাম বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আরিফুল ইসলামকে সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি দিয়েছেন।

এর আগে, গত শুক্রবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসান আলী তার স্ত্রীকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে গিয়ে গাছ থেকে কয়েকটি আম পাড়লে সেখানে উপস্থিত সহকারী প্রক্টর আরিফুল ইসলামের সঙ্গে ওই শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ওই শিক্ষার্থীকে চড় মারেন। পরে তাকে ও তার স্ত্রীকে আবাসিক হলে আটকে রেখে এক ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ওইদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন।