চিতার কাঠও পাওয়া যাচ্ছে না দিল্লিতে, গোরস্থানেও নেই জায়গা

| আপডেট :  ২৭ এপ্রিল ২০২১, ০৫:৫১ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৭ এপ্রিল ২০২১, ০৫:৫১ পূর্বাহ্ণ

ভারতে ক্রমশই আরও ভয়াবহ হয়ে উঠছে করোনা ভাইরাস। প্রতিদিনই ভাইরাসটিতে মৃত্যুবরণ করছেন কয়েক হাজার মানুষ। হাসপাতালগুলোতে এখন যেনো আর তিল ধারণের জায়গাও নেই। আর দেশটির রাজ্যগুলোর মধ্যে এখন সবচেয়ে ভয়াবহ অবস্থা দিল্লিতে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির রাজধানী দিল্লিতে এখন মৃতদেহ সৎকারেরও পর্যন্ত জায়গা নেই। সাধারণত দিল্লিতে যত সংখ্যক মৃতের সৎকার হয়ে থাকে, তার থেকে বহুগুণ বেশি মৃতদেহ রোজ আসছে শ্মশান ও কবরস্থানে। এমন পরিস্থিতিতে মৃতদেহ দাহ করার কাঠ ফুরিয়ে গেছে বহু শ্মশানে। কাঠের অভাবে কেয়ারটেকারকে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছে শ্মশানের দরজা।

এছাড়া, করোনার জেরে শ্মশানের জন্যও জমি বাড়াতে হচ্ছে দিল্লিতে। ইতোমধ্যে সৎকারের জন্য আরও ৫০টি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এমনকি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নে ছাড় পাচ্ছে না পার্কিং লটগুলো। দিল্লির গাজীপুরে এমনই পার্কিং লটে চিতা জ্বালানোর বন্দোবস্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, দিল্লীতে এখন প্রায় প্রতিদিন ২০ হাজার জনের ওপরে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন আর প্রতিদিন মৃত্যুবরণ করছেন প্রায় ৩৫০ জন।