কফির দামে বিক্রি হচ্ছে বাড়ি!

| আপডেট :  ২৬ এপ্রিল ২০২১, ০২:৫৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৬ এপ্রিল ২০২১, ০২:৫৫ অপরাহ্ণ

পৃথিবীতে এমন অসংখ্য মানুষ রয়েছে যাদের সামান্য মাথা গোঁজার ঠাঁই টুকু নেই। অনেকে ইচ্ছে থাকা সত্বেও অর্থের অভাবে বসবাসের জন্য বাড়ি ক্রয় করতে পারেন না। আর সেখানেই এক কাপ কফির দামে বিক্রি হচ্ছে বাড়ি।

ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে ইতালিতে। ইতালির সিসিলির পূর্ব উপকূলে সাগর সৈকতের কাছে চিক তায়োরমিনার মাউন্ট ইতনার ওই শহরে জনসংখ্যা বাড়াতে নামেমাত্র মূল্যে বাড়ি বিক্রয়ের উদ্যোগ নিয়েছেন শহরের মেয়র।

জানা গেছে, শহরটিতে ৯০০ এর বেশি পরিত্যক্ত বাড়ি রয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে ওইসব পুরনো বাড়ি এখন এক ইউরোতে বিক্রি হচ্ছে। মূলত মেয়রের উদ্দেশ্য শহরে নতুন জনবসতি গড়ে তোলা।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে গ্রামটির জনসংখ্যা ছিল ১৪ হাজার। তবে বর্তমানে তা কমে ৩ হাজারে পৌঁছেছে। অধিকাংশই তাদের বাড়ি ছেড়ে অন্যত্র স্থায়ী হয়েছেন। ইতোমধ্যে এসকল বাড়ির অর্ধেক ধ্বংস হয়ে গেছে। এ কারণে প্রতীকী দাম ১ ইউরো করে বাড়ি বিক্রি করা হচ্ছে। তবে যেসব বাড়ি কিছুটা ভালো অবস্থায় আছে, সেগুলো ৪ হাজার থেকে ৫ হাজার ইউরোতে বিক্রি হচ্ছে।