হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণা

| আপডেট :  ২৫ এপ্রিল ২০২১, ০৫:৩৪ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৫ এপ্রিল ২০২১, ০৫:২৭ অপরাহ্ণ

২০১৩ সালে শাপলা চত্বরের ঘটনার পর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে দেশজুড়ে চালানো সহিংসতার জেরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হেফাজতে ইসলামে। গত ২ সপ্তাহে দলটির প্রায় ১৬ শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

আর এই চলমান পরিস্থিতির জেরে এবার সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। হাটহাজারী মাদ্রাসায় রোববার (২৫ এপ্রিল) এক সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।

কমিটি বিলুপ্তির ঘোষণা দিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শক্রমে দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

প্রসঙ্গত, ২৫ ও ২৬ মার্চ দেশের বিভিন্ন জেলায় সম্প্রতি তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। সরকারি অফিস থেকে শুরু করে বঙ্গবন্ধুর ম্যুরাল কোনো কিছুই রেহাই পায়নও হেফাজতের হামলা থেকে।