ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিল সরকার

| আপডেট :  ২৫ এপ্রিল ২০২১, ১১:৪০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৫ এপ্রিল ২০২১, ১১:৪০ পূর্বাহ্ণ

ভারতে ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু এবং শনাক্ত সংখ্যার নতুন রেকর্ড তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে করোনাভাইরাসের ভারতীয় এবং নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট অত্যন্ত ভয়াবহ।

আর এরূপ পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগামী ১৪ দিনের জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকেই ১৪ দিনের সীমান্ত বন্ধের সিদ্ধান্ত কার্যকর হবে।

রোববার (২৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সীমান্ত বন্ধ রাখার এ ঘোষণা দেন। এসময় তিনি জানান, ভারতে করোনা সংক্রমণ পরিস্থিতি মহামারি রূপ নেয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত আপাতত বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন করোনাভাইরাস মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তারপরই সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। দেশটির হাসপাতালগুলোতে অক্সিজেনের চরম সংকট শুরু হয়েছে।